নীলফামারী প্রতিনিধি: নীলফামারী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর নির্দেশেনায়
বুধবার (২ অক্টোবর ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ও টেপা খড়িবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মধ্যে ও ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় শতশত পানিবন্দি নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিতে চিড়া, মুড়ি, গুড় শুকনো খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি বিতরণ করেন ।
বিতরনকরার সময় উপস্থিত ছিলেন-নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি আলমগীর কবির সরকার, ডিমলা উপজেলা বিএনপি’র সভাপতি, অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাব্বানী প্রধান , উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম নেমন, ডিমলা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক তারিকুল ইসলাম সোহাগ, সাবেক জেলা ছাত্রদলের সদস্য সেলিম ইসলাম সাগর, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক লিমন হোসেনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ ও এলাকারসুধীজন উপস্থিত ছিলেন।
ডিমলা বিএনপি’র নেতাকর্মীরা জানান, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নেতাকর্মীদেরকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন সে নির্দেশে ধারাবাহিকতায় বিএনপি’র নেতাকর্মীরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি।
মানুষের কষ্ট লাগব হওয়ার মতো নয়।
তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এখনো অনেক মানুষ আছেন, যারা পানিবন্দি, গত ১-২ দিন খাবার পাচ্ছেন না।
তারা আরও বলেন, বন্যার পানি কমে যাওয়ার পরও মানুষের পুনর্বাসন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী বিএনপি মানুষের পাশে থাকবে।
Leave a Reply