নীলফামারীর কিশোরগঞ্জে সিবু নামের এক যুবক কর্তৃক পর-স্ত্রী(মহিলা) ধর্ষণের শিকার হয়েছে।
গত ২৬শে তারিখ রাত আনুমানিক ৯টায় বাহাগিলী ইউনিয়নের সন্ন্যাসী পাড়ায় ঘটনাটি ঘটে।
ধর্ষিতা জানান- ঘটনার সময় তার স্বামী সাংসারিক কাজে বাইরে ছিল এবং তার শ্বাশুরী ও সন্তান বাড়ীর পাশে মন্দিরে পূজা দিতে গিয়েছিল। তিনি ঘরে শুয়ে টিভি দেখছিলেন, সেই সময়ে হঠাৎ সিবু(২২) তার ঘরে ঢুকে পরে জোড়পূবক ধস্তাধস্তির এক পর্যায়ে ধর্ষণ করে।
ধর্ষিতার স্বাক্ষ্য মতে- উক্ত সময়ে পূজা চলাকালিন মাইকের আওয়াজের কারনে ভূক্তভোগীর চিৎকার করলেও কেউ শুনতে পারেনি। ইতমধ্যে ধর্ষিতার স্বামী বাসায় এসে ধর্ষক সিবুকে স্ব-সাক্ষাৎ ধরে ফেলে, ধস্তাধস্তির এক পর্যায়ে ধর্ষক পালিয়ে যায়।
ধর্ষণের বিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় বলেন- এখনও অভিযোগ পাইনি, পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম