নীলফামারী প্রতিনিধি: প্রধান ও সহকারী শিক্ষক ঐক্য গড়ি,ন্যায্য দাবি আদায় করি”।এই প্রতিপাদ্যে অভিজ্ঞতা, সম্মান ও তারুণ্যের মিলনে হোক আগামীর।
বুধবার ( ২ অক্টোবর) বিকালে প্রাথমিক শিক্ষা সংস্কার মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের শতভাগ পদোন্নতি সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেডে ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বাস্তবায়নের ১দফা দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি আকর্ষণে ডিমলা উপজেলা চত্বরে মানববন্ধন করে নির্বাহী অফিসার দপ্তরে স্মারক লিপি প্রদান করা হয়।
মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজ উদ্দিন, সমন্বয়ক ছিলেন রায়হান ইবনে আবেদীন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুর আলম বক্তব্য রাখেন আমজাদুল হক,সামসুল হক,জাকির হোসেন, তাজ উদ্দিন, কামরুজ্জামান, গোলাম মোস্তফা প্রমুখ।
İnstagram beğeni ve takipçi satın al SEO optimizasyonu, dijital pazarlama hedeflerimize ulaşmamıza yardımcı oldu. https://royalelektrik.com//beylikduzu-elektrikci/
Ücretsiz takipçi deneme SEO çalışmaları sayesinde Google sıralamalarında hızla yükseldik. https://royalelektrik.com//beylikduzu-elektrikci/
Cloaking Google SEO, dijital pazarlama stratejimizin temel taşı oldu. http://royalelektrik.com/beylikduzu-elektrikci/