নওগাঁর নিয়ামতপুরে অস্ত্র, ধর্ষণ ও অন্যান্য মামলায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় আনে পুলিশ। পরে তাদের আদারতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, অস্ত্র মামলায় উপজেলা সদরের বালাহৈর গ্রামের কমলের ছেলে শ্রী দুলাল (২০), ধর্ষণ মামলায় শ্রীমন্তপুর ইউনিয়নের রামকুড়া গ্রামের মৃত বাছের আলীর ছেলে একরামুল হক (৩৬) এবং নিয়মিত মামলায় পাঁড়ইল ইউনিয়নের মির্জাপুর গ্রামের আজাহার আলী।
থানা সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় নিয়ামতপুর থানা পুলিশের তদন্ত কর্মকর্তা ফইম উদ্দিনের নেতৃত্বে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম