তৌহিদুল ইসলাম সরকার,ময়মনসিংহ-প্রতিনিধি:ময়মনসিংহের নান্দাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাগনে ভাগ্নির হাতে মামা খুনের ঘটনায় মামলা রুজু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্য মোলহোতা সহ তিনজন অভিযুক্তকে ঢাকার কেরানীগঞ্জ, লালবাগ এলাকায় থেকে আটক করেছে,র্যাব-১৪ ময়মনসিংহ।
২৯ মার্চ মধ্যরাতে কেরানীগঞ্জের কলামোড়া এলাকা থেকে তাদেরকে গ্ৰেফতার করা হয়। গ্রেফতারকৃত'রা হলেন, আব্দুর রশিদ (৪০), রনি মিয়া (২২), ও একই তারিখে লালবাগ থানা শহীদ নগর এলাকা থেকে সজিব মিয়া (২২), কে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায় ভিকটিম আসামিদের আপন মামা হয়। দীর্ঘদিন ধরে একই বাড়িতে বসবাস। তাদের মধ্যে বাড়ির সীমানা নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ হতো ।
ঘটনার দিন ২৪ শে মার্চ (শুক্রবার)সকালে মাজিদ উদ্দিন (৮২) কে বাড়ির উঠানে গিয়ে, আসামি রশিদের বাঁশের লাঠি দিয়ে সজোরে আঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে। রক্তাক্ত অবস্থায় ভিকটিমের স্ত্রী খাতেন্নেছা (৬৫) উদ্ধার করতে আসলে থাকেও আল-আমিন লোহার রড দিয়ে মাথাবারি মেরে গরুতর রক্তাক্ত জখম করে।
ভিকটিমের ছেলে সুরুজ আলী ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে, আসামের আদরে পালিয়ে যায়।আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে অবস্থা আশঙ্কা জনক হওয়ায়, তৎক্ষণাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটা দিকে মারা যান মাজিদ উদ্দিন।
হত্যাকারীদের বিরুদ্ধে ছেলে সুরুজ আলী বাদী হয়ে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।র্যাব১৪-এর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, চাঞ্চলকর এই ঘটনার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে আসামিদের আটক করা। জিজ্ঞাসাবাদ আসামিদের সম্পৃক্ততার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিদের ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম