তৌহিদুল ইসলাম সরকার, ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আবুল মনসুর (৬৫) নামের এক বৃদ্ধাকে আটক করেছে র্যাব ও পুলিশ।
শুক্রবার বিকালে বরিশাল থেকে তাকে আটক করা হয়। আবুল মনসুর উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের শ্যামুলাটিয়া গ্রামের বাসিন্দা।
জানা যায় মনসুর স্থানীয় চামটা বাজারে ইলেকট্রনিক মেকানিক এর কাজ করেন। গত ১জুন বাজার সংলগ্ন এলাকার এক শিশু ১০ একটি নষ্ট বৈদ্যুতিক ফ্যান মেরামত করার জন্য তার দোকানে যায়।এ সময় মনসুর দোকান ঘরের দরজা বন্ধ করে ওই শিশুর মুখ চেপে ধরে যৌন নিপীড়ন চালান।
ঐ শিশুর বাবা জানান ছেলের দোকান থেকে বের হয়ে কান্নাকাটি করে এ ঘটনা জানায়। এরপর বাজারে অবস্থিত জনতা দোকানঘর ঘেরাও করলেও কৌশলে পালিয়ে যান মনসুর ।ঐ রাতেই নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেন ওই শিশুর বাবা।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান আত্মগোপনে থাকা ওই বৃদ্ধাকে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় পুলিশ ও বরিশাল সদর র্যাবের যৌথ অভিযানে বরিশাল সদর থেকে আটক করে নান্দাইল মডেল থানায় আনা হয়। তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হবে।
Wow, awesome blog structure! How lengthy have you ever been running a blog
for? you made running a blog look easy. The whole glance
of your website is wonderful, let alone the content material!
You can see similar: e-commerce and here dobry sklep