তৌহিদুল ইসলাম সরকার,ময়মনসিংহ-প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বাড়ির সীমানা নিয়ে জমি-সংক্রান্ত বিরোধীদের জেরে প্রতিপক্ষের হামলায় মাজিম উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি জাহাঙ্গীরপুর ইউনিয়নের দিগলাপাড়া গ্রামের ইসমাইলের পুত্র।
শুক্রবার (২৪ মার্চ) ২:৩০টার দিকে জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জাহাঙ্গিরপুর দিগলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে নিহতের মেয়ে আসমা খাতুন, জানান শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর ২:৩০টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দিগলাপাড়া গ্রামের আমার পাশের বাড়ির আমার বাবা মাজিম উদ্দিনের সঙ্গে ভাগনে আব্দুল কাদির, আব্দুর রাশিদ, ভাগ্নি হালেমা খাতুন, নাসিমা খাতুন গংদের সাথে বাড়ির সীমানা নিয়ে কথার-কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে প্রতিপক্ষ ভাগ্নি হালেমা খাতুন এর হাতে থাকা কাঠের টুকরো দিয়ে তাঁর মামার মাথায় আঘাত করলে, গুরুতর আহত হয়ে, মাজিম উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে।
প্রতিপক্ষ-আব্দুল কাদির, আব্দুর রাশিদ, হালিমা খাতুন, নাসিমা খাতুন গং এরা হলেন একই গ্রামের পাশের বাড়ির নাজিম উদ্দিনের ছেলে ও মেয়ে।
তৎক্ষণাৎ স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায়, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে ৭:টার দিকে মৃত্যু হয়।
মৃত্যুর খবর শুনে আব্দুল কাদির, আব্দুর রাশিদ, হলেমা খাতুন নাসিমা খাতুন গং দয় প্রতিপক্ষ বাড়িতে ঘরে তালা বন্ধ করে পালিয়েছে। যোগাযোগের চেষ্টা করলেও কাউকে পাওয়া যায়নি।
জাহাঙ্গীরপু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.কবির হোসেন বলেন, মামা-ভাগ্নার মধ্যে সীমানা নিয়ে বিরোধ ছিল।' এই ঘটনা ঘটেছে।
জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল সময়ের আলোকে বলেন, বাড়ির সীমানা নিয়ে মামা ভাগ্নের মধ্য মারামারি হয়েছিল। পরে হাসপাতালে নেওয়ার সময় মারা গেছেন বলে শুনেছি। তিনি অনেক ভালো মানুষ ছিল।'
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ মুঠোফোনে বলেন, কিছুক্ষণ পূর্বে খুনের ঘটনা শুনেছি। স্পোর্টস নিয়ে ঘঠনাস্থলে আছি। আপনারাও দেখে যান।'
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম