তৌহিদুল ইসলাম সরকার, ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ ৭-১৩জুন:২০২৩এর শুভ উদ্বোধন করা হয়। উক্ত কার্যক্রম অনুষ্ঠান সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় : মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি: মোহাম্মদ আবুল মনসুর এর সভাপতিত্বে: উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ২ নং মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান তাছলিমা বেগম শিউলি, ১২ নং জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা , ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এপি প্রতিনিধি, ব্র্যাক নান্দাইল উপজেলা প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ সহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ মাহমুদুর রশিদ সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহের বিভিন্ন কর্মসূচি অবহিত করেন
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম