মনোহরদী উপজেলা প্রতিনিধি : মনোহরদীতে মামাতো ভাইয়ের সাথে মোটর বাইকে করে ঘুরতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক তরুণী নিহত হয়েছে। এতে বাইক আরোহী কলেজ ছাত্রী বিন্তি ঘটনাস্থলেই নিহত হয় এবং বাইক চালক মামাতো ভাই কুষান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানাই, পূজার ছুটিতে গাজীপুর থেকে মনোহরদীর উপজলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দি গ্রামের পল্লী চিকিৎসক মামা রাখাল সাহার বাড়ীতে বেড়াতে ভাগ্নী বিন্তি সাহা(১৭)। রবিবার বিকালে মামাতো ভাই কুষান সাহা(১৯) এর সাথে মোটর বাইকে চড়ে ঘুরতে বেরিয়েছে বিন্তি। তারা লেবুতলা গ্রামের ধরাবান্ধা মাদ্রাসার অদূরের রাস্তায় আসার পর চালক কুষান বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, এ সময় বাইকটি তীব্র গতিতে এসে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মামাতো বোন বিন্তির মৃত্যু ঘটে।এতে চালক কুষান সাহা মারাত্মক আহত হয়।বাইক চালক কুষানকে চিকিৎসার জন্যে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
নিহত বিন্তির বাড়ী গাজীপুর সদরের বুরা এলাকায়।সে কলেজের প্রথম বর্ষের ছাত্রী বলে পরিবার সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি) ফরিদ উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি সম্পর্কে এখনো আমি অবগত নয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম