খন্দকার সেলিম রেজা মনোহরদী উপজেলা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ২৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার সহ মোট -০১ জন এবং বিভিন্ন অপরাধে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়।
এরমধ্যে বেলাব থানা কতৃক একটি অভিযানে ২৫ লিটার দেশীয় চোলাই মদ সহ ০১ জনকে গ্রেফতার করা হয়। বেলাব থানা কর্তৃক ২১ অক্টোবর ২০২৩ ইং বেলা ১২ ঘটিকায় বেলাব থানাধীন নারায়নপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারসহ অন্তু বর্মন (২১) নামের ০১ জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ২৬ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।
Leave a Reply