মনোহরদী উপজেলা প্রতিনিধি : নরসিংদী কাউরিয়া পাড়া ঈদগাহ মাঠে একদল সন্ত্রাসীদের গুলিতে নিহত রানা মোল্লা হত্যাকাণ্ডের শুটারকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া। জানায় ২৩ অক্টোবর নরসিংদী সদর থানাধীন কাউরিয়া পাড়া ঈদগাহ মাঠে এক দল সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় রানা আকবর মোল্লা।হত্যাকাণ্ডের পর তার স্ত্রী লিজা আক্তার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ও ৭/৮ জনকে অজ্ঞাত রেখে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।নরসিংদী মডেল থানা পুলিশ দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের সহযোগী আসামী সাকিব,সেতু ও লিটনকে গ্রেপ্তার করেন।অতঃপর নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার, মুহাম্মদ মুস্তাফিজুর রহমান পি পি এম এর সার্বিক নির্দেশনায়,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার,কে এম শহীদুল ইসলাম সোহাগ এর সার্বিক তত্ত্বাবধানে, নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কাশেম এর নেতৃত্বে তদন্ত কর্মকর্তা,পুলিশ পরিদর্শক,এরশাদ উল্লাহ,এস আই আঃগাফফার পি পি এম বার,এস আই কামরুজ্জামান এর সমন্বয়ে নরসিংদী সদর থানার একটি চৌকুস দল ঘটনার মূল আসামী ও হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল উদ্ধার করেছে।
গুলি বর্ষনকারী হত্যাকারীদের আইনের আওতায় আনার জন্য একটানা কঠোর পরিশ্রমের মাধ্যমের নরসিংদী,ঢাকাও বি-বাড়ীয়ায় অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় বি-বাড়ীয়া জেলার বিজয়নগর থানার পাহাড়পুর ইউনিয়নের বামোটিয়া গ্রাম থেকে সরাসরি গুলিবর্ষণ করে রানা মোল্লাকে হত্যাকারী মামলার এজাহার নামীয় অন্যতম আসামী নরসিংদী থানার কাউরিয়া পাড়া এলাকার ইউনূস মিয়ার ছেলে বল্টু ইব্রাহীম(৩০)কে ৩১ শে অক্টোবর ভোর-৫ টার দিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।আসামী বল্টু ইব্রাহীমকে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।জিজ্ঞাসাবাদের ঘটনায় এক পর্যায়ে আসামী বল্টু ইব্রাহীম এর কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত বিদেশী নাইন এম এম পিস্তলটি উদ্ধার করা হয়।আসামী বল্টু ইব্রাহীমকে নিবিড় জিজ্ঞাসাবাদের স্বার্থে ৭ দিনের রিমাণ্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply