মনোহরদী উপজেলা প্রতিনিধি : নরসিংদীতে বাসার ছাদে ডেকে নিয়ে প্রবাস ফেরত কামরুজ্জামান(৪৬)হত্যা কাণ্ডে জড়িত রবিন(২৬) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
১০ ই নভেম্বর রাতে এ তথ্য জানিয়েছেন,সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।এর আগে বৃহস্পতিবার বিকালে মহিষাগুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেফতার হওয়া রবিন নরসিংদী শহরের ব্রাক্ষণপাড়া এলাকার মুহাম্মদ আলী হোসেনের ছেলে।ওসি জানান,বুধবার রাত ৯ টার দিকে নরসিংদীর ব্রাক্ষণপাড়া এলাকার জৈনক গুরুদাসের তিনতলা বাড়ীর ছাদে নিয়ে প্রবাস ফেরত কামরুজ্জামানকে গলা কেটে হত্যার পর তদন্ত ও অভিযান শুরু করে পুলিশ।ঘটনাস্থল থেকে ঘটনা সংশ্লিষ্ট আলামত সন্দেহ ভাজন হত্যা কারীর মোবাইল ফোন,সন্দেহ ভাজন আসামীর বাড়ীর পাশ থেকে তার গায়ের রক্ত মাখা জামা জব্দ করা হয়।প্রাপ্ত আলামত ও মোবাইল ফোনের সূত্র ধরে মামলার ঘটনায় জড়িত রবিনকে বৃহস্পতিবার বিকালে আত্মগোপনে থাকা অবস্থায় মহিষাগুড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান,গ্রেফতার পরবর্তী জিঙ্গাসাবাদে রবিন হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ব্রাক্ষণপাড়া গুরুদাসের বাড়ীর ছাদে নিয়ে একাই ধারালো ছুরি দিয়ে কামরুজ্জামানকে হত্যা করে সে পালিয়ে যায়।আসামী রবিনের স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনাস্থলের বাড়ীর পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়।
হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও অন্যান্য আলামত উদ্ধারসহ শুক্রবার আসামী রবিনকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আসামী হত্যার স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে।পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামী রবিনকে জেল হাজতে প্রেরণ করেন।
Leave a Reply