মোঃ মোবারক হোসেন নাদিম নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট,২০ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধারসহ ৫ জন ও বিভিন্ন অপরাধে আরো ৮ জনকে গ্রেফতার করা হয়।এর মধ্যে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক একটি অভিযানে ২৫০পিস ইয়াবাসহ ০২ জন, নরসিংদী মডেল থানাধীন একটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ০১ জন ও রায়পুরা থানা কর্তৃক পৃথক পৃথক দুই টি অভিযানে ২০ টি ফেন্সিডিল এর বোতল ও ২ কেজি গাঁজাসহ ০২ জনকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১৮ ই নভেম্বর রাতে শিবপুর মডেল থানাধীন শাহাপুর পাটুয়ার পাড়া এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ আজিজুল মিয়া(৩১)ও সাকিন আহম্মেদ (৩০)নামের ০২ জন,নরসিংদী মডেল থানা কর্তৃক একটি অভিযানে ১৯ শে নভেম্বর রাতঃ২৩.৫৫ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন বানিয়ারছল এলাকা থেকে ৫০পিস ইয়াবাসহ মিঠু (৩২) নামের ০১ জন এবং রায়পুরা থানা কর্তৃক পৃথক দুইটি অভিযানে ১৯ শে নভেম্বর সকালঃ৮.৫৫ ঘটিকায় মাহমূদাবাদ এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ শারমিন আক্তার সুমি(২৬)নামের ০১ জনএবং একই থানা কর্তৃক আরেকটি অভিযানে ১৯ শে নভেম্বর সকালঃ৮.১৫ ঘটিকায় রায়পুরা থানাধীন কমলপুর এলাকা থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ রেজাউল হোসেন(৫২)নামের ০১ জনকে গ্রেফতার করা হয়।
তা ছাড়াও অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়।উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুুলিশ কর্তৃক মোট ২৭ টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম