নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী জেলায় বিভিন্ন উপজেলা গুলোতে কুকুরের কামড়ের প্রবনতা বেড়েই চলেছে।
মনোহরদী উপজেলা বড়চাপা ইউনিয়ন বীর মাঝদিয়া গ্রামের মোঃ রফিকুল ইসলামে ছেলে মোঃ ফাহিমকে সকাল ১০টার সময় তার বাড়ির পাশ থেকে পাগলা কুকুর কামড় দিয়েছে। মোঃ রফিকুল ইসলাম দ্রুত ছেলেকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন এবং ডাক্তারে পরামর্শে কুকুরের কামড়ের ভ্যাকসিন দেওয়া হয়।
নরসিংদী সদর উপজেলা চিনিশপুর ইউনিয়নের সজিব নামের একজনকে কুকুর কামড় দিয়েছে। কর্মরত ডাক্তারের সাথে কথা বলে জানা যায় যে সকল থেকে হাসপাতালে ব্যাপক ভীর জমেছে কুকুরের কামড়ের রোগী।
হঠাৎ কুকুরের কামড়ের প্রবনতা বেড়ে যাওয়াতে জনসাধারণের মাঝে ব্যাপক আতংক সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম