আলী জাবেদ মান্না , বিশেষ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ বিরতিহীন বাসের চাপায় পথচারী শাহিদা বেগম (৫০) নামের এক মহিলা নিহত হয়েছে।(১৪ জানুয়ারি ) শনিবার সকালে ঢাকা-সিলেট মহা সড়ককের আনগাঁও সিএনজি স্ট্যান্ডের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিদা বেগম দেবপাড়া ইউনিয়নের সদরঘাট (ফকির পাড়া) গ্রামের শাহ আব্দুর নুরের স্ত্রী।শাহিদা বেগম রাস্তা পারাপার করতে গিয়ে হবিগঞ্জ বিরতিহীন বাস চাপায় নিহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে গোপলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যান। শেরপুর হাইওয়ে থানার এসআই শাহ জাহান দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply