আলী জাবেদ মান্না,বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি অনুমতি ছাড়াই চলছে পাহাড়- টিলা কাটা চলছে। উপজেলার দিনারপুর পরগনার পানিউমদা,গজনাইপুর ও দেবপাড়া ইউনিয়নে চলছে পাহাড় ও টিলা কাটার মহোৎসব। অন্যদিকে কৃষি জমি থেকেও মাটি কাটার উৎসবও চলছে ।
এ সব মাটি যাচ্ছে উপজেলার বিভিন্ন ইটভাটা ও বিভিন্ন স্থাপনার কাজে। উপজেলা প্রশাসন থেকে ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে একাধিক বার অভিযান পরিচালনা করে জরিমানা করার পরও প্রশাসনকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে চলছে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব। তথ্য সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাংগা ইউনিয়ন ,বাউসা ইউনিয়ন ,সদর ইউনিয়ন ও গজনাইপুর ইউনিয়নে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) শাহীন দেলোয়ার অভিযান পরিচালনা করে মাটি উত্তোলন কারীদের জরিমানা করেন।তারপরও থামছে না ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা। এদিকে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন , ইনাতগঞ্জ ইউনিয়ন ও দীঘলবাক ইউনিয়নে কৃষি জমি থেকে মাটি কাটা চলছে আর এসব মাটি বিক্রি বিক্রি হচ্ছে বিভিন্ন ইটভাটা ও স্থাপনার কাজে।
এদিকে এলাকাবাসীসহ একাধিক কৃষক বলেন, শুধু ফসলি জমি না নদীর পাড়ে মাটি, সরকারি খাঁস জমিসহ সরকারি বিলের মাটিও কেটে নিচ্ছে এসকল সিন্ডিকেট চক্র ।এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন,নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন কারীদের বিরুদ্ধে কোনো নিউজ সাংবাদিক ভাইয়েরা করেননি শুধু এক - দুটি ইউনিয়নে মাটি কাটার নিউজ করছেন যার ফলে বাকি ইউনিয়নে ঠিকই মাটি ও পাহাড় কাটা চলছে। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে পাহাড় ও কৃষি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ফসলি জমির টপ সয়েল মাটি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম