আলী জাবেদ মান্না,বিশেষ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটা কিছুতেই কমছে না, সঙ্কটে রয়েছে কৃষি জমিন। নবীগঞ্জে মাটিখেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রাখলেও কিছুতেই বন্ধ হচ্ছে না অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটা। (১২ জানুয়ারি ) বৃহস্পতিবার গোপন সংবাদে খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ময়না মিয়া নামের এক ব্যক্তি”কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় : নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের নাদামপুর গ্রামে কৃষি জমি থেকে মাটিকাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তি”কে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।এসময় মোবাইল কোর্ট পরিচালনার সময় নবীগঞ্জ থানার একদল পুলিশ সার্বিক সহযোগিতা করে।নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ফসলি জমির টপ সয়েল মাটি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply