আলী জাবেদ মান্না , হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের ইরাজ উল্লার পুত্র সুনাম উদ্দিনের চায়ের দোকানে রাত ১২টার পর থেকে সকাল ১০টা পর্যন্ত জুয়ার আসর বসে যার ফলে এলাকার কৃষক, শ্রমিক, বিভিন্ন পেশাজীবীসহ উঠতি বয়সের যুবকরা এতে সামিল হচ্ছে। জুয়ার আসরে উড়ছে হাজার হাজার টাকা।মাদকের মতোই জুয়ার ছোবলে নিঃস্ব হয়ে পড়েছে অনেকে। জুয়া খেলাকে কেন্দ্র করে ঘরে ঘরে চলছে পারিবারিক কলহ। উঠতি বয়সী যুবক বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিয়ে যত উদ্বেগ অভিভাবকদের। জুয়া বন্ধে পুলিশের তৎপরতা না থাকায় দিন দিন সমাজে এ ক্ষতিকর কর্মের প্রবণতা বেড়েই চলেছে। এলাকাবাসীর অভিযোগ, কসবা গ্রামের সুনাম উদ্দিনের ভয়ে কেউ কথা বলে না। যার ফলে জুয়া খেলা বন্ধ হচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, আসে পাশে জুয়া খেলা মাদক ব্যবসা ও মাদক সেবনের ফলে প্রায় প্রতি রাতেই চলছে ছোট বড় এসব চুরির ঘটনা। এদের জন্য কিছুই নিরাপদ নয়। সচেতন মহল জানান, এখন জুয়া গোপনে খেলতে হয় না প্রকাশ্যেই জুয়ার আসর বসায় জুয়াড়িরা। জুয়া খেলা বন্ধ করার জন্য প্রসাশনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী। এ ব্যাপারে কসবা গ্রামের সুনামের সাথে মোবাইলে ফোনে কথা হলে তিনি বলেন আমারে চায়ের দোকানে জুয়া খেলা হয় সেটা প্রশাসন আসলে জুয়া খেলা পায়না আর আপনাদের মতন বহুত সাংবাদিক আছে আমি সুনামের নাম শুনলে আমার দোকানে আসার সাহস পায়না।উল্লখ্য গত দুই মাস আগে কসবা গ্রাম থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ , নবীগঞ্জ উপজেলার মধ্যে এই কসবা গ্রাম বিপদজনক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম