নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে নারী/শিশু, মারপিট ও প্রতারনা মামলার চার জনকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,আদালতের দেয়া গেস্খপ্তারী পরোয়ানা অনুযায়ী সোমবার রাতে উপজেলার কাশিমপুর গ্রামের অভিযান চালিয়ে ওই গ্রামের নুরইসলামের ছেলে শাহিন(২৯),সিম্বা ফকির পাড়া গ্রামের আলহক আলীর ছেলে সুমন হোসেন(৪০),প্রতারনা মামলায় লোহাচুরিয়া গ্রামের আমজাদ খন্দকারের ছেলে দেলোয়ার খন্দকার(৬০) এবং ারপিট মামলায় বিষ্ণপুর গ্রামের শহিদুলের ছেলে রতন আলী (২৮) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply