নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে গাঁজা,মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার রাতে উপজেলার পারইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,বুধবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার পারইল এলাকা থেকে ওই গ্রামের লালমন সরদারের ছেলে শাকিব সরদার (২২) কে দুই লিটার চোলাইমদসহ আটক করা হয়। এ ছাড়া একই গ্রামের যতীশ চন্দ্রের ছেলে চয়ন চন্দ্র (৪০)কে ৩০গ্রাম গাঁজাসহ এবং জিয়াউর রহমানের ছেলে জিহাদ হোসেন (১৯) কে ২০গ্রাম গাঁজাসহ আটক করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম