নওগাঁর রাণীনগরে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন গৃহবধুর মা।এঘটনায় ভুক্তভোগীকে ডাক্তারী পরীক্ষার জন্য বুধবার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে দায়েরকৃত মামলার রবাত দিয়ে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক গৃহবধু বাবার বাড়ীতে বেড়াতে যায়। গত ৩ সেপ্টেম্বর গৃহবধুর বাবা-মা বেড়াতে যায়।বাড়ীতে বাবা-মা না থাকার সুযোগে ৪ সেপ্টেম্বর ভোর রাতে উপজেলার কালীগ্রাম মুন্সিপুর গ্রামের রহেদুলের ছেলে রনি আহম্মেদ (২৪) ও ডাকাহার পাড়া গ্রামের জাহিদুলের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) শয়ন ঘরের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে গৃহবধুর মুখ বেধে রনি তাকে ধর্ষণ করে। এ সময় গৃহবধু চিৎকার শুরু করলে দুইজন পালিয়ে যায়।এঘটনায় ভুক্তভোগী গৃহবধুর মা বাদী হয়ে ধর্ষনের অভিযোগে রনি ইসলাম এবং সহযোগিতার অভিযোগে দেলোয়ার হোসেনকে আসামি করে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেছেন। ওসি আবুল কালাম আজাদ আরো জানান,ভুক্তভোগী গৃহবধুকে ডাক্তারী পরীক্ষার জন্য বুধবার সকালে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply