নওগাঁ জেলার মান্দায় জিডি করতে যাওয়া ভুক্তভোগীকে দিয়ে ধর্ষণ মামলা করানোর অভিযোগ উঠেছে দুই দালালের বিরুদ্ধে। সেই ধর্ষণ মামলা মীমাংসার নামে লক্ষাধিক টাকা আত্মাসাতেরও অভিযোগ ওই দুই দালালের বিরুদ্ধে।
সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নওগাঁ জেলার মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের মীরপাড়া গ্রামে। সাজানো মামলায় আসামি করা হয়েছে একই এলাকার আব্দুস ছালাম মন্ডলের ছেলে টগর আলীকে (২২)। এ মামলায় তিনি প্রায় আড়াই মাস ধরে কারাগারে রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
মামলার বাদী মীরপাড়ার বশরুতুল্যাহ সরদারের ছেলে মোকছেদ আলী বলে, গত ৩জুন আমাকে দিয়ে জিডি করানোর নামে এলাকার জাহাঙ্গীর আলম ও শামসুদ্দিন নামের দুই দালাল আমার প্রতিবেশী যু্বক টগর আলীর নামে ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় আমি খুব লজ্জিত। আমি কোনো রকম স্বাক্ষর জানলেও লেখাপড়া জানিনা।
বাদীর স্ত্রী মোরশেদা বেগম জানান, মামলার আসামি টগর আলি আমার প্রতিবেশী দেবর। সে আমার মেয়েকে রাস্তায় উত্ত্যক্ত করত। এই জন্য আমার স্বামী দালাল জাহাঙ্গীর ও শামসুদ্দিনকে নিয়ে থানায় জিডি করতে যান। পরে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ আমার মেয়েকে নিয়ে গেলে ধর্ষণ মামলার কথা জানতে পারি।
স্থানীয় একাধিক ব্যক্তি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ভুট্টু জানান, জাহাঙ্গীর ও শামসুদ্দিন এরা থানার দালাল। তারা পুলিশের ভয় দেখিয়ে এবং মাদক দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দিয়ে এলাকার মানুষকে নানাভাবে হয়রানি করছে। তাদের দৌরাত্বে এলাকাবাসী অতিষ্ঠ।
তারা অভিযোগ করে আরো বলেন, টাকা না দিলে ধর্ষণ মামলায় টগর আলীর ফাঁসি হবে তা মীমাংসার কথা দুই দালাল থানার নামে ২০ হাজার এবং বাদীর নামে ১ লক্ষ টাকা দাবি করেন। থানার চুড়ান্ত প্রতিবেদন দূর্বল করে দিবে মর্মে আশ্বস্তও করেন তারা। তখন ছেলের বাবা নিরুপায় হয়ে ভয়ে দাবীকৃত টাকা দিয়ে মীমাংসায় রাজি হয়েছেন। তবে টাকা নেয়ার পর থেকে ছেলের পরিবারকে পাত্তা দিচ্ছেন না তারা।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম ও শামসুদ্দিন সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এ ব্যাপারে আপনাদের কিছুই বলতে পারবো না। তবে যে টাকা লেনদেন হয়েছে, সে বিষয়ে জোতবাজারের সাংবাদিক নেতা আব্দুল মজিদ সব জানে। সব কিছু তাকে নিয়ে করেছি। কথা বললে তাকে নিয়ে আসেন ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদ হাসান জানান, মিমাংসার নামে টাকা পয়সা নিয়েছে কিনা তা আমার জানা নেই। লেনদেনের বিষয়ে আমি কিছু জানিনা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম