নওগাঁর মান্দায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১২ টি কেন্দ্রে এবারে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৯১০ জন। এর মধ্যে অনুপস্থিত রয়েছে ১৫২ জন পরীক্ষার্থী। প্রথমদিনের পরীক্ষায় বহিষ্কারের কোনো খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষায় বাংলা ও কুরআন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সবগুলো কেন্দ্রের পরিবেশ ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ। কোনো কেন্দ্রে বহিষ্কার নেই। প্রশ্নপত্র ফাঁসেরও কোনো খবর পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। পরীক্ষায় বেশকিছু পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।
Leave a Reply