নওগাঁর মহাদেবপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় নও হাটা এলাকায় অভিযান পরিচালনা করেন। তদারকিকালে নওহাটায় অবস্থিত সিফাত হাদীস মামা ভাগ্নে হোটেল ও হোটেল সালাদিয়া হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি , বাসী পঁচা খাবার ফ্রিজে সংরক্ষণ , আয়োডিনহীন লবণ ব্যবহারের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় যথাক্রমে ৩,০০০/- এবং ২০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নওহাটা পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম সহযোগীতা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম