নওগাঁর মহাদেবপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, সুশীল সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষ শাপলায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইউএনও এতে সভাপতিত্ব করেন। উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহসীন আলী ও বদিউজ্জামান বদি, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাফিজুল হক বকুল, প্রভাষক মনিরুজ্জামান মনির, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, আজাদুল ইসলাম আজাদ, বরুণ মজুমদার, এম, সাখাওয়াত হোসেন, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিয়া, সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু, এনজিও প্রতিনিধি ওবায়দুল হক বাচ্চু ও দিপঙ্কর লাকড়া, বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মনিরুল হক মনি প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন, আমিনুর রহমান খোকন, আইনুল হোসেন, মেহেদী হাসান, মাহবুব আলম, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply