নওগাঁর ধামইরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির পক্ষ এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
০৫ সেপ্টেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার আমাইতাড়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধামইরহাট উপজেলা, পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফেরদাউস খান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মো.আবু বক্কর সিদ্দিকী নান্নু। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল,অপর যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম টুকু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল,জেলা বিএনপির সাবেক সহসভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক, জেলা ছাত্রদলের সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, বিএনপি নেতা আখলাকুর রহমান রতন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান ফেরদৌস হাসান, আখরাজুল ইসলাম চৌধুরী, মনোয়ারুল কায়সার বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক নুরল ইসলাম,যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তার,কামরুল হাসান চৌধুরী,মাসুদার রহমান জেলা মহিলা দলের সহসভাপতি বেলি খাতুন,ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি প্রকৌশলী কেএমএস মুসাব্বির শাফি,বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী শাহান,সাবেক প্যানেল মেয়র রেজুয়ান হোসেন,যুবদল নেতা তওহীদ হোসেন,সাবেক ছাত্রদল নেতা রুহেল হোসেন সুমন প্রমুখ। সমাবেশ বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশে যোগদান করেন।
Leave a Reply