বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ১৩ বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২৪ জুলাই) সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে রোববার (২৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খিরসিন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলমগীর হোসেন জেলার ধামইরহাট উপজেলার দেবীপুর গ্রামের আজিজ ওরফে গাছার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জুলাই মধ্যেরাতে ভিকটিমকে (১৩) বাড়িতে একা পেয়ে আলমগীর ও তার বন্ধু সোহাগের সহযোগিতায় অপহরণ করে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন ভিকটিমের বাবা ধামইরহাট থানায় আলমগীর ও তার বন্ধু সোহাগ এর নামে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করে। মামলার র্যাবের একটি অভিযানিক দল আসামি আলমগীরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে রোববার দিবাগত রাত দেড়টার দিকে পত্নীতলা উপজেলার খিরসিন এলাকা থেকে আসামি আলমগীরকে গ্রেফতার করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামইরহাট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply