ধামরাই উপজেলার বাইশাকান্দা, যাদবপুর এবং বালিয়া ইউনিয়নের ছয়টি ভিন্ন স্থানে অভিযান চালিয়ে কাঠ পুড়িয়ে কয়লা বানানোর মোট ৩০ টি অবৈধ চুল্লি এবং ব্যাটারি পুড়িয়ে সীসা বের করার আরও ৫ টি অবৈধ চুল্লি ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার, সহযোগিতায় ছিল বন বিভাগ এবং ধামরাই থানা পুলিশ।
এ ব্যাপারে ধামরাই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বলেন এসব অবৈধ স্থাপনা/কর্মকাণ্ড সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, তবে তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।
Leave a Reply