ঢাকার ধামরাইয়ে প্রায় ৫০ জন পোশাক শ্রমিকসহ একটি বাস উল্টো গেছে। এতে অন্তত ১৫-২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭ টার দিকে ডি লিংকের (ঢাকা মেট্রো-জ-১৪-০৬১৯) বাসটি সাভার, নবীনগর, নয়ারহাট, ইসলামপুর, ধামরাই থানা রোড ও ঢুলিভিটা এলাকা থেকে যাত্রী তুলে বালিথায় রাইজিং পোশাক কারখানায় আসছিল। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় আসলে অপরদিক থেকে আসা বেপরোয়া একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি হয়। এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে বাসটি সড়কের বাইরে চলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে যায়। এতে বাসের অন্তত ১৫-২০ জন যাত্রী আহত হয়। পরে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে পোশাক শ্রমিক বহনকারী বাসটি উল্টে যায়। এতে ১৫-২০ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম