রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : রাঙামাটি জেলা সদরের বসন্ত পাড়ায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জুরাছড়ি উপজেলার, রাসেল চাকমা ও রুবেল চাকমা।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (২৫ ডিসেম্বর) খ্রীস্টানদের বড় দিন উপলক্ষে বসন্ত পাড়া চার্চে ধর্মীয় অনুষ্টানে যোগ দিতে জুরাছড়ি উপজেলা থেকে পাশের সদর উপজেলাধীন বসন্ত পাড়ায় যায় দুই চাকমা তরুণী। তারা জুরাছড়ি উপজেলাধীন স্কুলের ৯ম ও ১০ শ্রেণীর ছাত্রী। এঘটনায় ভিকটিমের পিতা কোতয়ালী থানায় বাদি হয়ে অভিযোগ করলে চার আসামির মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করে
Wow, marvelous blog format! How long have you ever been running a blog for?
you made running a blog look easy. The total look of your site is fantastic, as neatly
as the content material! You can see similar: ecommerce and here e-commerce