১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা,২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে বান্দরবানে বিভিন্ন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২১ আগস্ট-২২) বান্দরবান পৌর আওয়ামীলীগের আয়োজনে পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগ সেক্রেটারি সামসুল ইসলাম এর সঞ্চালনায় দিনব্যাপী এসব কর্মসূচী পালন করা হয়েছে।দিনের শুরুতে দলীয় কার্যালয়ে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,দুপুরে এতিম,অসহায় ও কর্মহীনদের মাঝে খাবার বিতরণ, বিকেলে বিক্ষোভ মিছিল ও বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,এমপি।কর্মসূচীতে বক্তারা বলেন, আওয়ামীলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর আদর্শকে লালন করে দেশব্যাপী উন্নয়নমুখী রাজনীতি চলমান রেখেছে,ভবিষ্যতেও রাখবে।১৫,১৭ ও ২১ আগস্ট বাঙ্গালী জাতির জন্য আজীবন শোকাবহ দিন।এইসব দিনে যারা বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গসহ দেশরত্মদের হত্যা, হত্যার জন্য সিরিজ বোমা ও গ্রেনেড হামলা করেছে,তাদের কে নিন্দা জানান ও অপরাধীদের বিচারকার্য দ্রুত সমাপ্ত করার দাবি জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সি.সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি কাজল কান্তি দাশ,দীপ্তি কুমার বড়ুয়া, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,অজিত কান্তি দাশ, জেলা আওয়ামীলীগ সেক্রেটারি ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সা.সম্পাদক লক্ষীপদ দাশ,পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর।এছাড়াও আওয়ামীলীগ ও তাদের বিভিন্ন সহযোগী সংগঠণের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম