পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীর বোর্ড অফিস বাজার পাশ্ববর্তী সরকারি জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়েছে পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (১মার্চ) বেলা এগারোটা থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট চেন মং রাখাইনের নেতৃত্বে উপজেলা ভূমি অফিস ও পুলিশের সহায়তায় সরকারি খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হয়। জানা যায়, চার বছর পূর্বে মোশারেফ হোসেন সরকারি জমিতে অবৈধভাবে দখল করে হাওলাদার এন্টার প্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার রাজাখালী মৌজার বি এস ০১ খতিয়ানের ৩০০১ দাগের ০.১২৬৬ একর ( সাড়ে বারো শতাংশ) জমি প্রভাব খাটিয়ে অবৈধ দখলে রেখেছিলেন এই আওয়ামী নেতা ।
২০১৯ সালের এক নোটিশে অবৈধ স্থাপনা সড়িয়ে নিতে বলা হয়েছিলো। কিন্তু তিনি না সড়িয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। নোটিশ প্রাপ্তির কথা স্বীকারও করেছেন ওই নেতা। উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে ম্যাজিস্ট্রেট চেন মং রাখাইন সময়ের আলোকে বলেন, নোটিশ পাওয়ার নির্ধারিত সময় পরেও স্থাপনা সড়িয়ে না নেওয়ায় সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত(দখল পুনরুদ্ধার)অধ্যাদেশ ১৯৭০ এর চব্বিশ ধারা মোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখলমুক্ত করা হয়েছে।
খালের পূর্ব পাশে ৩৩ জন অবৈধ দখলকারীর উচ্ছেদ বিষয়ে তিনি আরো বলেন, তাদেরকেও নোটিশ দেয়া হয়েছে। যে কোন সময়ে অভিযান পরিচালনা করে দখলমুক্ত করা হতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম