পটুয়াখালীর দুমকিতে সামাজিক সম্প্রতি রক্ষায় কমিটির আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে দুমকি উপজেলা পরিষদ চত্ত্বরে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণসহ নানা শ্রেণিপেশার প্রতিনিধিদের অংশগ্রহনে র্যালি বের করা হয়।
পরে পরিষদ সভাকক্ষে ইউএনও মোঃ আল-ইমরান’র সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান এ্যড. হারুন অর রশীদ হাওলাদার প্রধান অতিথি ছিলেন। সভায় ভাইসচেয়ারম্যান এ্যড. মাসুদ আল মামুন, মিসেস ফরিদা ইয়াসমিন, উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ বক্তৃতা রাখেন।
Leave a Reply