পটুয়াখালীর দুমকিতে ৩ মামলায় সাজা প্রাপ্ত আসামি জাহিদ হোসেন বাবু (৩৮) নামের একজন প্রতারককে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।
আসামি মো জাহিদ হাসান বাবু উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের রুপশিয়া গ্রামের মৃত জাকির হোসেন তালুকদারের ছেলে।
বিভিন্ন সূত্রে জানা যায়, সোমবার (২৯ আগষ্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এ এস আই দিপক কুমার সংগীয় ফোর্স সহ গলাচিপা থানা পুলিশের সহায়তায় গলাচিপা থেকে বাবুকে গ্রেফতার করেন। আসামি জাহিদ হাসান বাবু দুমকি ও বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে চেক দিয়ে টাকা নিয়ে সেই টাকা আর ফেরত দিতেন না। পরে ভুক্তভোগী লোকজন তার কাছে টাকা চাইলে না দিয়ে ঘুরাইতে থাকে এবং এক সময় আত্নোগোপনে চলে যায় সে। এভাবে দায়রা ৫৩৮/২০,এস সি ২৮৯/২০,এস সি ৯৫/১৯ নং মামলায় মোট ৩ টি সাজা পরোয়ানা মুলতবি থাকে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সালাম বলেন, বাবুকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম