দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দুমকিতে স্মার্ট ফোন ব্যবহার ও বাল্য বিবাহ রোধে দুমকি এন,কে আলী মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জামাল হোসন, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, সরকারী জনতা কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম,শ্রীরামপুর ইউনিয়ন আ. লীগের সভাপতি নাসির উদ্দিন মৃধাসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বাল্য বিবাহ ও স্মার্ট ফোন ব্যবহারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম