পটুয়াখালীর দুমকির পাগলা এলাকা থেকে স্ত্রী'র করা যৌতুক মামলায় ২ বছর সশ্রম সাজাপ্রাপ্ত ও অপহরন মামলার আসামি মোঃ মমিন হাওলাদারকে শুক্রবার (১৩ জানুয়ারি) উপজেলার পাগলার মোড় এলাকা থেকে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।
সে উপজেলার কার্তিকপাশা গ্রামের মৃত. আনেচ হাওলাদারের ছেলে এবং পেশায় একজন ভ্রাম্যমাণ ফুসকা বিক্রেতা।
জানা যায়, এছাড়াও সে তাহেরা আলী রুমা নামের এক কলেজ অধ্যাপিকা এর অপহরণ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ( সংশোধনী ২০০৩) এর ৩০ ধারার অপরাধে অভিযুক্ত মোতাবেক ৩ নং আসামী।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস সালাম বলেন, আটককৃত আসামিকে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম