পটুয়াখালীর দুমকিতে মসজিদের সিড়ি নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রুপে বিভক্ত হয়ে নামাজ আদায় ও নির্মাণ কাজ বন্ধ করে একপক্ষ মানববন্ধন ও অপর পক্ষ সংবাদ সম্মেলন করেছেন।
সিকদার বাড়ি ও সর্দার বাড়ির লোকজনের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে ও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ উপজেলার সর্বত্র সমালোচনার ঝড় বইছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ রাজাখালী গ্রামের দক্ষিণ রাজাখালী বাইতুল আমান জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আশরাফ আলী কর্তৃক মসজিদের নির্মাণ কাজ ও নামাজ আদায় বন্ধ ঘোষণা দিয়েছে এ মর্মে মঙ্গলবার (২ আগষ্ট) বেলা ১১.০০ টায় দুমকি প্রেসক্লাবের সামনে (বগা – লেবুখালি) সড়কে এলাকার মুসুল্লিদের পক্ষ থেকে মোঃ জলিল সিকদার একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন।
অপর দিকে দক্ষিণ রাজাখালী বায়তুল আমান জামে মসজিদের নির্মাণ কাজ ও নামাজ আদায় বন্ধ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মানববন্ধনের প্রতিবাদে শুক্রবার (৫ আগষ্ট) সকাল ১০টায় দুমকি প্রেসক্লাবে মসজিদের সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আশরাফ আলী সংবাদ সম্মেলন করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে মসজিদটি জামে মসজিদে রুপান্তরিত হলে ২০২২ সালের ১৬ রমজান পুনঃ নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু সিকদার বাড়ির লোকজনের দাবী মসজিদের সিঁড়ি উত্তর দিক দিয়ে হবে। অপরদিকে মসজিদের সাধারণ সম্পাদক মাও. আশ্রাফ আলী মসজিদের সিড়ি দক্ষিণ দিক দিয়ে হবে বলে দাবী করেন। এতে দু'গ্রুপের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এপর্যায়ে মসজিদের নির্মাণ কাজ ও নামাজ আদায় বন্ধ হয়ে যায়।
অভিযুক্ত মাও. আশ্রাফ আলী বলেন, আমি মসজিদের কাজ বন্ধ করি নি। সিকদার বাড়ির লোকজনের বাঁধার মুখে নির্মাণ কাজ বন্ধ করতে হয়েছে।
তিনি আরও বলেন, যেহেতু একই মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে হবে। তাই আমি তাদেরকে বলবো সমঝোতার মাধ্যমে নিজেদের ভুলবোঝাবুঝি দূর করে সরেজমিনে পরিদর্শন করে সিঁড়ি নির্মাণের বিষয়টি সমাধান করা যেতে পারে।
এ ব্যপারে মুসুল্লীদের পক্ষ থেকে
অভিযোগকারী মোঃ জলিল সিকদার দৈনিক সময়ের আলো ২৪ কে বলেন, তিনি ( মাও. আশ্রাফ আলী) সাধারণ মুসুল্লিদের নিয়ে বসতে চান না। আর আমরা কাজ বন্ধ করি নি।
শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম বলেন, আগামী শুক্রবার জুমায় উপজেলা আ'লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ও আমি সরেজমিনে পরিদর্শন করে সাধারণ মুসুল্লিদের সাথে পরামর্শের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম