মারা গেছেন পটুয়াখালী জেলার দুমকির জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার আব্দুল হাকিম খানের সহধর্মিণী বিউটি তাজনাহার (৬৫)(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার ১ম জানাজার নামাজ বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন দুপুর ১২টায় এবং ২য় জানাজার নামাজ উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাদ জোহর অনুষ্ঠিত হয়ে শ্রীরামপুর গ্রামস্থ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিবারবর্গ।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২৫ জুলাই) দিবাগত রাত ১০ টায় ঢাকা আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। তিনি ব্রেন টিউমার রোগে ভুগছিলেন।
তাঁর মৃত্যুতে জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের জমিদাতা পরিবার গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপনসহ তার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন।
Leave a Reply