পটুয়াখালীর দুমকিতে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি পুলিশ দেখে দৌড় দিলে নির্মাণাধীন ভবনের ৫ম তলার সিঁড়ি থেকে পা পিছলে গড়াতে গড়াতে নিচে পড়ে গুরুতর আহত হয়েছে।
মাদক মামলার আসামি বিপ্লব(৩৫) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহজাহান হাওলাদার ওরফে খলিলুর রহমান এর ছেলে।
মঙ্গলবার(০১/১১/২০২২) সকালে উপজেলার ভূমি অফিস এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৫ম তলায় মাদক মামলার আসামী বিপ্লব বিদ্যুতের কাজ করছেন এ মর্মে খবর পেয়ে সিভিল পোশাকে দুমকি থানার এস আই ইশতিয়াক আল মামুন পরিচয় নিশ্চিত হওয়ার জন্য যান এবং বিপ্লবকে তার নাম জিজ্ঞেস করার সাথে সাথেই দৌড়ে পালানো চেষ্টা করেন। এ সময় পা পিছলে গড়াতে গড়াতে সিঁড়ি থেকে নিচে বালুতে পড়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডিউটিরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আসামীর দুলা ভাই মারফত উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান।
বিপ্লবের বোন মোসাঃ পারভীন আক্তার বলেন, এভাবে সিভিল পোশাকে ধরতে গিয়ে আতংক সৃষ্টি করাটা ঠিক হয়নি।
বিপ্লব কোন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী জানতে চাইলে দুমকি থানার এসআই ইশতিয়াক আল মামুন সময়ের আলোকে জানান, বিপ্লব GR ২৪/২০(দুমকি থানা) ধারা- ৩৬(১) সারনি ১৯(ক) এর গ্রেফতারী ওয়ারেন্ট ভুক্ত আসামি। সে সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আমলী বিজ্ঞ আদালত পটুয়াখালীতে নিয়মিত হাজিরা দেয় নি বলে তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সালাম বলেন, পুলিশ দেখে দৌড় দিলে এমন ঘটনা ঘটে। আহত আসামিকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশালে নিয়ে গেছেন।
Leave a Reply