পটুয়াখালীর দুমকিতে গভীর রাতে বাতাসে রেইনট্রি গাছ উপড়ে পড়ে এক দিনমজুরের বসতঘর বিধ্বস্ত হয়েছে। এতে তার ৫ লক্ষাধিক টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে দাবি পরিবারটির।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে তবে এতে কেউ হতাহত হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের নলদোয়ানী গ্রামের দিনমজুর মোঃ মিজানুর রহমানের বসতঘরের ওপরে বিশাল রেইনট্রি গাছ পড়ে আছে। ভেঙে চুরমার হয়ে গেছে ঘরের অধিকাংশ জায়গা।
মিজানুরের বৃদ্ধ বাবা নুরু হাওলাদার চায়না বাংলাকে বলেন, আমার পরিবারে কেউ চাকরিজীবী নেই। আমার ছেলেরা দিনমজুরি কাজ করে। দিনশেষে এই ঘরডার মধ্যে সবাই থাকি আজ তাও শেষ হয়ে গেলো! এখন আমরা এই বৃষ্টির মধ্যে কই থাকমু?
দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান বলেন, গাছ পরে বসতঘর বিধ্বস্তের খবর পেয়েছি। ইতিমধ্যে আমি পরিদর্শনও করেছি এবং ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট বিভাগ ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে।
Leave a Reply