পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার (১২ অক্টোবর) সকালে উপজেলা শ্রমিক লীগের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন’র নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন প্রধান অতিথি ছিলেন।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান মোহনসহ জেলা ও উপজেলা আ’লীগের শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ অতিথি ছিলেন। উপজেলা জাতীয় শ্রমিক লীগ, বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট শাখার দু’শতাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়।
পরে খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মো. ইউনুচ আলী মৃধা, আবুল হোসেন, রেজাউল হক রাজন, মো. মনিরুজ্জামান মনির প্রমূখ।
সভা শেষে জন্মদিনের কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply