দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ৭'শ পিচ ইয়াবাসহ মোঃ সাইফুল ইসলাম ফকির(২৮)-কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারী)সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্য জলিশা গ্রামের আল মদিনা জামে মসজিদের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটক সাইফুল উপজেলার জলিশা গ্রামের ৮নং ওয়ার্ডের মোঃ দেলোয়ার হোসেন ফকিরের ছেলে।
এলাকায় গুঞ্জন রয়েছে যে, দেলোয়ার ফকিরের ছেলেরা বড় বড় রুই-কাতলার সহায়তায় দীর্ঘ দিন ধরে পীরতলা বাজারে চাল ব্যাবসার আড়ালে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বেচা-কেনা করে আসছে। বার বার আইনের আওতায় এলেও এক অশুভ শক্তির সহায়তায় সহজেই জামিনে বেড়িয়ে আসে তারা।
পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর একেএম আজমুল হুদা সময়ের আলোকে জানান, মধ্য জলিশা গ্রামে ইয়াবা বিক্রি চলছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম অত্র এলাকায় অভিযান পরিচালনা করে। পরে একপর্যায়ে সাইফুল ইসলাম নামের এক যুবককে আটক করতে সক্ষম হয়। আটককৃতের বিরুদ্ধে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
উল্লেখ্য, আটক সাইফুল ও তার আপন ফুফাতো ভাই মো. জহিরুল ইসলাম গত বছরের ১৮ নভেম্বর উপজেলার চরগরবদী ফেরীঘাট এলাকা থেকে লাগেজ ভর্তি ৬কেজি গাঁজাসহ আটক করেছিল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এছাড়াও তার আপন ভাই মোঃ জসিম উদ্দিনকে এ বছরের ২২ জানুয়ারি বিকাল সাড়ে ৩টার দিকে দুমকি থানা গেট এলাকা থেকে সাথে থাকা পটাটা বিস্কুটের প্যাকেটের মধ্যে থেকে ১৫শ পিস ইয়াবাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম