দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ অরুণ কুমার দাস(৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার(২৮ ডিসেম্বর) সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ দুমকি থানার উপ-পরিদর্শক ইশতিয়াক আল মামুন এর নেতৃত্বে উপজেলার পীরতলা বাজারের ভাই ভাই বেকারি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশি সূত্রে জানা যায়, ওই মাদক কারবারি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরবয়েড়া গ্রামের মৃত. রাজেন্দ্র লাল দাসের ছেলে।
দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম বলেন, আটককৃতের বিরুদ্ধে দুমকি থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে জেল হাজতে পাঠানো হবে।
দুমকি থানার উপ-পরিদর্শক ইশতিয়াক আল মামুন সময়ের আলোকে জানান, সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় ধৃত আসামি অরুণের বিরুদ্ধে এর আগেও দুমকি থানায় দু'টি ও পটুয়াখালী সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। মূলত সে বহুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বেচা-কেনা ও সেবনের সাথে জড়িত।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম