কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করছে পটুয়াখালীর দুমকি থানা পুলিশ।
শনিবার(২৯ অক্টোবর) বেলা ১০ টায় দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুস সালাম এর সভাপতিত্ত্বে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা চত্ত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে কেক কাটা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আবুল কালাম আজাদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ-জাহান আকন সেলিম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম সালাম প্রমূখ।
উক্ত কমিউনিটি পুলিশিং ডে তে দুমকি থানার সকল স্টাফ, ছাত্রলীগের নেতাকর্মী, বাংলাদেশ গ্রাম পুলিশের সদস্যগন সহ গনমাধ্যমের অসংখ্য কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply