মোঃ রিয়াজুল ইসলাম, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে দুমকি সাতানি নূরানী হাফিজিয়া দাখিল মাদরাসায় জানুয়ারি মাসে শতভাগ উপস্থিতি পুরস্কার পেয়ে দারুণ খুশি ওই মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় মাদরাসার হল রুমে মাদরাসা সুপার মাও. মোঃ ইমদাদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও অত্র মাদরাসার সভাপতি এ্যাড. এইচ. এম. মাসুদ আল মামুন । এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অত্র মাদরাসা শিক্ষক- কর্মচারী ও সকল স্তরের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি করতে ও লেখাপড়ায় উৎসাহিত করতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস উল্লেখ করে মাদরাসা সুপার মাও. মোঃ ইমদাদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করতে নিয়মিত উপস্থিতির বিকল্প নেই। একজন দুর্বল শিক্ষার্থীও যদি নিয়মিত ক্লাসে আসে তবে সে উন্নতির দিকে ধাবিত হয়।
উল্লেখ্য,অত্র মাদরাসা কর্তৃপক্ষের উদ্যোগে জানুয়ারি মাসে ৫৮ জন শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম