মোঃ রিয়াজুল ইসলাম( দুমকি) পটুয়াখালীঃ
দেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র দৈনিক ইত্তেফাক প্রকাশনার ৭০তম বর্ষে পদার্পন করছে শনিবার (২৪ ডিসেম্বর)। এ উপলক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ মোঃ জামাল হোসেন শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করেন।
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সিনেমা হল এলাকা ঘুরে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হলে শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান।
ইত্তেফাক বাংলাদেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র মন্তব্য করে আল ইমরান বলেন, দেশের স্বাধীনতায় এ পত্রিকার অবদান অপরিসীম। বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশে ইত্তেফাকের ভূয়সী প্রশংসা করে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উপজেলা কর্মকর্তা মেহের মালিকা বলেন, ৭০ বছর পথ চলায় বলিষ্ঠ উচ্চারণে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনে এক অনন্য সংবাদপত্র দৈনিক ইত্তেফাক।
জেলা প্রতিনিধি নির্মল রক্ষিৎ বলেন, মাওলানা ভাসানী, শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তোফাজ্জন হোসেন মানিক মিয়া এই চারজনের ভূমিকায় ইত্তেফাক। স্বাধীনতা যুদ্ধের যে গণদাবি সে দাবির মুখপত্র হিসেবে ইত্তেফাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম বলেন, এদেশের গণতান্ত্রিক আন্দোলন, ৬ দফা থেকে শুরু করে ১১ দফা, আইউব-মোনায়েম এর পতন এবং বাংলাদেশের ইতিহাসে ইত্তেফাকের যে ভূমিকা রেখেছে তা চিরস্মরণীয়।
ইত্তেফাক সাংবাদিক তৈরির আতুড় ঘর মন্তব্য করে প্রেস ক্লাব দুমকির সভাপতি মোঃ জসিম উদ্দিন সুমন বলেন, অনেক কলামিস্ট সাংবাদিক এই ইত্তেফাকের সৃষ্টি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা, দুমকি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান, ইত্তেফাকের জেলা প্রতিনিধি নির্মল রক্ষিৎ, প্রেস ক্লাব দুমকির সভাপতি মোঃ জসিম উদ্দিন সুমন, মোঃ আতাউর রহমান খান প্রমূখ ছাড়াও উপজেলার রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক, পেশাজীবি, গণমাধ্যম, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম