শেখ রাসেল নির্মলতার প্রতীক; দুরন্ত-প্রাণবন্ত-নির্ভীক'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শেখ রাসেল দিবস উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে আজিজ আহম্মেদ কলেজের আয়োজনে বৃক্ষরোপন, আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় অধ্যক্ষ মোঃ আহসানুল হক এর নেতৃত্বে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে 'শুভ-শুভ-দিন; শেখ রাসেল এর জন্মদিন' সহ বিভিন্ন স্লোগানে মুখরিত একটি আনন্দ র্যালি কলেজ ক্যম্পাস থেকে শুরু হয়ে বোর্ড অফিস বাজার ও মহাসড়ক সংলগ্ন কাঁচা বাজার প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্যে বক্তারা শেখ রসেল এর জীবনী ও জাতির পিতা শেখ মুজিবুর রহমান এঁর সাথে নানা স্নেহময় স্মৃতি ফুটিয়ে তোলেন।
সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মোঃ আহসানুল হক বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে আজ একজন সুনাগরিক হিসেবে দেশকে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে পারতো। কিন্তু আমরা সেই সুযোগ হারিয়েছি। তার জন্মবার্ষিকীতে আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীসহ সকলকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু-পরিবার তথা শেখ রাসেল সম্পর্কে প্রকৃত ইতিহাস জানার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
নানা কর্মসূচি শেষে জন্মদিনের কেক কেটে সকলের মাঝে পরিবেশন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম