লালমোহন (ভোলা) প্রতিনিধি : ফেসবুকে দুই শিশুর গায়ে হলুদের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে রীতিমতো চলছে তোলপাড়। ওই ভিডিওতে দেখা যায়, একটি বিয়ের গায়ে হলুদের জন্য যা যা প্রয়োজন হয় শিশু দুইজনের গায়ে হলুদেও রয়েছে ওই সবকিছু। যেখানে উপস্থিত আছেন শিশুদের বাবা-মাসহ আত্মীয় স্বজনরা। যেখানে তারা মেতেছেন বাঁধভাঙ্গা উল্লাসে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের বাকলাইয়ের দোকান সংলগ্ন বয়াতি বাড়ির। গায়ে হলুদে বসা ৭ বছরের ছেলে মো. রাফসান ও ৫ বছরের মেয়ে কোহিনূর মারিয়া নামের ওই দুই শিশু বয়াতি বাড়ির রাসেল ও শিপন বয়াতির ছেলে-মেয়ে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
রোববার বিকেলে সরজমিন ওই বাড়িতে গিয়ে ছেলে ও মেয়ের বাবা মাকে খুঁজে পাওয়া যায়নি।
শিশুদের চাচা পিকু বয়াতি বলেন, গত শুক্রবার আমার ভাতিজা রাফসানের আকিকা অনুষ্ঠান ছিল। সে উপলক্ষে গায়ে হলুদের আয়োজন করা হয়। যেখানে মজার জন্য আমার ছোট ভাতিজিকেও বসানো হয়। এক লোক অনুষ্ঠানটি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়। যেখানে বলা হয় আমার ভাতিজা ও ভাতিজির বিয়ের গায়ে হলুদ চলছে। মূলত এটি আকিকা অনুষ্ঠান ছিল।
এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, এ ধরনের কোনো ভিডিও বা ঘটনা আমার নজরে আসেনি। বিষয়টি জানার চেষ্টা করছি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা ফিরলে মূল ঘটনা জানা যাবে।
Leave a Reply