বার্তা ডেক্স : দুইদিন বিরতি দিয়ে আগামী রবিবার (৫ নভেম্বর) থেকে মঙ্গলবার (৬ নভেম্বর) পর্যন্ত ৪৮ ঘণ্টা সারাদেশে অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন,গত ২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে এই পর্যন্ত আন্দোলনের পুলিশের গুলিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আগামীকাল শুক্রবার (৩ নভেম্বর) বাদ জুম্মা সারাদেশে মসজিদের মসজিদে দোয়া মাহফিল হবে।’
এছাড়া আগামী রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা একই (এক দফা) দাবিতে সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এই কর্মসূচি সফল করার জন্য দেশবাসীসহ সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
রিজভী জানার, যুগপৎ আন্দোলনের সকল গণতান্ত্রিক সমমনা জোট ও দলগুলো এই অবরোধ কর্মসূচি পালন করবে।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পর দলের মহাসচিব সমাবেশস্থল থেকেই তাৎক্ষণিক ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেন। হরতাল শেষে রিজভী সারাদেশে রাজপথ, রেলপথ ও নৌ পথ অবরোধের কর্মসূচির কথা জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম