মোঃ রোস্তম আলী কাহারোল দিনাজপুর থেকে> দিনাজপুরের কাহারোল উপজেলায় মাছ ব্যবসায়ী তার ৩ বছরের সন্তানকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের জীবন দিলেন।
রবিবার(১১ আগষ্ট ২০২৪) কাহারোল উপজেলা ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের উচিতপুর গ্রামের কান্তি দাসের ছেলে আন্ধারু দাস (৩০) স্যালো ইঞ্জিন চালিত কুষ্টিয়া গাড়িযোগে পার্শ্ববর্তী এলাকা থেকে মাছ আনার পথে রামচন্দ্রপুর তরঙ্গ অফিস সংলগ্ন গাড়ির ব্রেক ফেইল করলে, সাথে থাকা তার তিন বছরের কন্যা সন্তানকে রাস্তার পার্শ্বে ছুঁড়ে ফেলে দেওয়ার পর গাড়িটি উল্টে যায়।
মুমূর্ষ অবস্থায় তাকে কাহারোল উপজেলা স্বাস্থ্য ক্যামপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সেখানেই তার মৃত্যু হয়। ইউপি চেয়ারম্যান জাহিদুজ্জামান সরকার লিমন নিশ্চিত করে বলেন স্যালো ইঞ্জিন চালিত গাড়িতে উল্টে চাপা পড়ে মুমূর্ষ অবস্থায় দিমেক হাসপাতালে তার মৃত্যু হয় ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম